বুক রিভিউ : আধো ঘুমে ক্যাস্ট্রোর সঙ্গে
লেখক : শাহাদুজ্জামান
ফিদেল ক্যাস্ট্রো, অনেকের কাছে তিনি একজন বিপ্লবী, একজন মহান নেতা যিনি তার সারাজীবন গেরিলা ইউনিফর্মে পার করেছেন। আবার অন্য পক্ষের কাছে তিনি স্বৈরাচারী শাসক, অত্যাচারী। ইতিহাসে এমন অনেক মানুষই আছে যারা কারো কাছে বিপ্লবী নামে পরিচিত আবার কারো কাছে দেশদ্রোহী হয়ে দাঁড়ায়। ফিদেল ক্যাস্ট্রো এমন একজন ব্যাক্তি যাকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, এমনকি তার পছন্দের সিগারেটের মধ্যে বিষ দিয়েও তাকে হত্যা করতে পারেনি।
এমন এক ব্যাক্তি যাকে বাংলাদেশের বন্ধুও বলা হয়, আবার তার জন্যই ১৯৭৪ সালে দুর্ভিক্ষের সময় যুক্তরাজ্য তাদের পাঠানো ত্রাণের জাহাহ মধ্য সাগর থেকে ফেরত নিয়ে যায়। এই ক্যাস্ট্রোই আমাদের জাতির পিতাকে হিমালয়ের সাথে তুলনা করেছিলেন - "I have not seen the Himalayas. But I have seen Sheikh Mujib. In personality and courage, this man is the Himalayas. I have thus had the experience of witnessing the Himalayas."
লেখক ও কথাসাহিত্যিক শাহাদুজ্জামান তার ২০১৪ সালে প্রকাশিত আধো ঘুমে ক্যাস্ট্রোর সঙ্গে বইটিতে একজন বাঙ্গালি বালকের সাথে ক্যাস্ট্রোর এক কাল্পনিক কথোপকথন তুলে ধরেন। এখানে তিনি ক্যাস্ট্রোর ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে তার বিপ্লবের দিনগুলোর কথা বালকটির সামনে ব্যাখ্যা করতে থাকেন। তিনি বলেন তার শৈশব কেমন ছিল, তিনি ছোটকালে যে বাড়িতে ছিলেন তা কীভাবে একটু ভিন্ন ধরনের ছিল আশেপাশের অন্য সকল ঘরগুলো থেকে। বিশ্ববিদ্যালয়ে উঠে তিনি কীভাবে বিভিন্ন বিপ্লবের সাথে জড়াতে থাকেন একে একে এবং শেষে তিনি গেরিলা যুদ্ধের মধ্যে দিয়ে কিউবা কে আলাদা এক পথে নিয়ে যান। বইটি ইতিহাসভিত্তিক হলেও বালকটির কাল্পনিক আলোচনা ও লেখকের উপস্থাপনা বইটিকে বেশ পূর্ণতা এনে দিয়েছে।
শুধু তাই নয় কিউবাকে স্বাধীন করেই তিনি থেমে যাননি, একে একে তাকে বিভিন্ন প্রতিকূলতার সাথে টক্কর দিয়ে এগিয়ে যেতে হয়েছে। যেমন একটা সময়ে কিউবাতে কোনো তেল ছিল না তখন কিউবার মানুষকে তিনি আহবান করেছেন সাইকেল চালাতে, যে আহবানে কিউবানরা সকলে সমর্থন দেয় এবং সকলে সাইকেলে চড়ে প্রাত্যহিক কাজ করত। তাছাড়া বর্ণনা করেন ক্যাস্ট্রো কীভাবে আমেরিকা থেকে শুধু ৯০ মাইল দূরে একটা সাম্যবাদী রাষ্ট্র পপরিচালনা করতে সক্ষম হয়। বইতে উঠে আসে তার সাথে চে গুয়েভারার বন্ধুত্ব এবং কেন চে কিউবা ছেড়ে পরে চলে যায় অন্যথায় বিপ্লব করার জন্য। এমনকি মৃত্যুর মুখ থেকে কীভাবে ক্যাস্ট্রো বারবার ফিরে এসেছে তাও এই ডকু-ফিকশন এ ফুটিয়ে তোলা হয়।
সবশেষে লেখক ক্যাস্ট্রোর আলোচনার মধ্যে দিয়ে তুলে ধরেন আমাদের মতো সংকটপূর্ণ দেশগুলো কীভাবে স ধরনের সংকট এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে এবং কীভাবে আমাদের দেশপ্রেম ও ইচ্ছাশক্তি আমাদের যেকোনো প্রতিকূলতা কাটিয়ে উঠতে সাহায্য করবে।