প্রকাশের তারিখঃ ০১/০৬/২০২২
৭ মাস ৭ দিন কেটে গেলো,
তোমার রাগ এক আনা ও কমেনি।
৭ মাস ৭ দিন কেটে গেলো,
তোমার সাথে প্রাণ খুলে কথা বলিনি।
৭ মাস ৭ দিন কেটে গেলো,
তোমার হাত আমার ধরা হয়নি।
৭ মাস ৭ দিন কেটে গেলো,
তোমার কাছে আমার চিঠি পৌছায়নি।
৭ মাস ৭ দিন কেটে গেলো,
তোমায় আমি ভুলতে পারিনি।