প্রকাশের তারিখ : ২৭.১০.২০২১
এভাবে হারিয়ে কি কেউ যেতে পারে
কথা নেই বার্তা নেই, নিশ্চুপ পলায়ন,
এ কেমন হারিয়ে যাওয়া হয় তোমার
কেনো তুমি গুটিয়ে নাও নিজেকে এভাবে |
হয়তো তুমি বেঁচে থাকতে চাও স্বাধীনভাবে
বেঁচে থাকতে চাও সকল শিকল ভেঙে ,
বেঁচে থাকতে চাও সমাজের নিয়ম ভেঙে
বেঁচে থাকতে চাও মুক্ত বিহঙ্গের মতো |
তবে জেনে রেখো স্বাধীনতারও মূল্য আছে
শিকলের মধ্যেই সমাজ মুক্তি খুঁজে পায়,
নিয়মের দোহাই দিয়েই বিদায় নেয় অনিয়ম
মুক্ত বিহঙ্গও নীড়ে ফিরে আসে |