প্রকাশের তারিখ : ০১/০২/২০২৪
সবসময় সবকিছুর হিসাব মিলেনা,
সাত পাছ মিলালেও হয়ে যায় তের,
আমরা না হয়ে, হয়ে যায় আমি আর তুমি,
কাছাকাছি এসেও হাত ধরা হয়না,
বেচে থেকেও বেচে আছি বলে মনে হয়না,
মুখ দিয়ে কথা বলতে চাইলেও, বলা হয়না,
সবকিছু পাওয়ার পরেও, তোমার সানিদ্য পাওয়া হয়না।