প্রকাশের তারিখঃ ২০/০১ /২০২৩
টাইমলাইনে আসা বন্ধ করো আমার,
ভুলতে চেয়েও ভালোবাসায় হারিয়ে যাই।
আজ থেকে সহস্র বছর পর,
যদি পাই আবার তোমার ঠিকানা
ফের চলে যাবো তোমার ঠিকানায়,
তোমার মিষ্টি হাসি শুনতে,
তোমার চোখের মায়ায় হারাতে
তোমার প্রেমে হারাতে।
যদি আর নাই আসো পাশে
তুমি তবে তোমার ভাবনায় বিভোর হয়ে,
মিশে যাবো এমনই এক পদ্ম বিলে,
ফুটবো আমি প্রতি শরতে -
নতুন রঙে, নতুন রূপে
তোমারই পানে চেয়ে।