প্রকাশের তারিখঃ ২০/০১ /২০২৩
সরাপের ঘাপলা টাও ফুরিয়ে আসছে
সাকি কে দেখেও লাভ হলোনা,
তার জানা আছে
আমার জীবন রস আজ ফুরিয়েছে
শুধু দুঃখের খাতায় বাকি আছে ,
সেখানে লিখতে হবে আজ কবিতা
কলমের কালিটাও নেই ।
আজ অশ্রু আর দুঃখে ভরা গ্লানি
হিমশীতল জলে লবণের ছড়াছড়ি ,
আজ মদ্যপ কবির মদ্যপ পানশালা
শিরায় শিরায় রক্তের বদলে,
প্রবাহিত হচ্ছে সরাপে
নিথর এই দেহ,
শুধু বেঁচে আছে সরাপের উষ্ণতায়।
সাকি এসে মিষ্টি ঠোঁটে বলে,
আজকের কারবার শেষ হয়েছে
সময় এসেছে প্রস্থানের,
বাড়ি যান, অপেক্ষা করছে বেগম আপনার
আমি সাকির মায়াবী চোখে তাকিয়ে,
হেসে উঠি, জলে বেশে উঠে চোখজোরা মোর
সাকি তুমি কি করে জানবা এই মাতালের গল্প ।