হয়তো এই পৃষ্ঠা একদিন হারিয়ে যাবে
থাকবেনা পরিচিত কোন মুখ আমাদের মাঝে
তবে তোমায় নিয়ে লেখা আমার পঙক্তিগুলো
রয়ে যাবে কোনো এক পাঠকের মনে
রয়ে যাবে এই বিষন্নতায় ভরা শব্দ
একাকী কোনো বইয়ের মলিন পৃষ্ঠার মধ্যে
তবে কেউ জানবেনা কখনো তোমায় নিয়ে
কারণ তুমি চাওনি ভালোবাসতে মোর কবিতাকে