প্রকাশের তারিখঃ ২০/০১ /২০২৩
দূরে উড়ে যাক, পুড়ে যাক
আজ আমার স্বপ্ন থেকে গুছে যাক,
এই শেষ রাতে অন্ধকার আকাশে-
মিশে যাক,
ফানুসের আগুনে,
যতো আছে, স্মৃতি তোমার ।
স্মৃতির পাতার ঝলসানো কাগজ
আর প্রেমিকার দেয়া সেই গোলাপ,
প্রেমিকের চিঠি, প্রেমিকের উপহার
আজ সব মিশে যাক,
ফানুসের আগুনে,
যতো আছে, স্মৃতি তোমার ।
প্রিয় শহরের, প্রিয় সড়কগুলোয়
যতো ছিল স্মৃতি তোমার আমার
হারিয়ে যাক মিশে যাক মাটির সাথে,
নাহয় ঝলসে যাক রোদের তাপদাহে
কিংবা
ফানুসের আগুনে,
যতো আছে, স্মৃতি তোমার ।
আমার মনে থাকা তোমার সিংহাসন,
আজকে ভেঙে গুড়ো হোক,
আমার তোতে দেয়া তোমার চুমু
আজ তার মায়া হারাক
হৃদয়ে থাকা ভালোবাসার স্পন্দন ঝলসে উঠুক,
ফানুসের আগুনে,
যতো আছে, স্মৃতি তোমার ।