প্রকাশের তারিখ : ০১/০২/২০২৪
সূর্যোদয় দেখবো কখন
তোমার ডাক শুনে
আবার ভিজবো ঝুম বৃষ্টিতে কখন
তোমার হাতটি ধরে।
হাসনাহেনা ফুটবে কখন,
তোমার হাসি শুনে,
আবার আমি হারাবো কখন,
তোমার মায়াবী দুচোখে।
আমার সন্ধ্যে হবে কখন,
তোমার কথা ভেবে,
আবার কাটাবো নির্ঘুম রাত কখন,
তোমার প্রেমে ডুবে।