প্রকাশের তারিখঃ ০১/০৬/২২
সুন্দরবনে এক সুন্দর মৃত্যু চাই আমি,
নোনাপানির সাথে আমার তিক্ত জীবন
মিশে একাকার হয়ে হারিয়ে যাবে,
ছোট ছোট খালে ভেসে বেড়াবে আমার স্বপ্ন।
সুন্দরবনে এক সুন্দর মৃত্যু চাই আমি,
হরিণের সাথে বন চড়ে বেড়াবো আমি,
বাঘের গর্জনে কম্পিত হবে আমার হ্রদয়,
ঠান্ডা জলে কুমিরের মত লুকাবো আড়াল হতে।
সুন্দরবনে এক সুন্দর মৃত্যু চাই আমি,
সুন্দরী পাতার মত বেচে থাকবো আমি,
খাল বিলের পানিতে ভেসে বেড়াবো আমি,
বনের প্রাণী হয়ে আবার জেগে উঠবো আমি।