প্রকাশনার তারিখ : ০১.০১.২০২১
সেদিন দেখেছিলাম তোমায়
পহেলা বৈশাখের সেই প্রথম আলোয়
দেখেছিলাম তোমায় নয়ন জুড়ে
আহ কি মিষ্টি সেই হাসি কি মিষ্টি তার মায়া
সেদিন দেখেছিলাম তোমায়
সাদা কমলা শাড়ি গায়ে
সূর্যের আলোতে যেনো হয়ে উঠেছিলে তুমি উজ্জ্বল
কমলা সেই তিক্ততা হয়ে উঠেছিলো মিষ্টি
সাদার সেই বর্ণহীনতা হয়ে উঠেছিলো অপরুপ
সেদিন দেখেছিলাম তোমায়
অপরুপ বাঙ্গালি সাজে
এক হাতে সেই চুড়ি, অন্য হাতে কি সুন্দর আংটি
কান দুটোতে ঝুলছে যেনো দুই দুল যা দোলছে প্রকৃতির সাথে
তবে সেই মায়াবী চোখ আর সেই টিকলি যেনো আজও মনে পড়ে আমার, কি মায়াবীই না ছিলে তুমি
সেদিন দেখেছিলাম তোমায়
দূরদেশে এক দূর নগরীতে
দেখেছিলাম তোমায় নয়ন জুড়ে
যেনো দেখেছিলাম একটু খানি স্বদেশকে সেই তোমারই রুপে