প্রকাশের তারিখঃ ২১ /০৯ /২০২২
স্থানের কারণেই যত ভেদাভেদ,
দূরত্বের কারণেই দূরে থাকা,
ভালোবেসে হারিয়ে যাওয়া
তোমার এই রাজধানীতে,
তোমার এই অচেনা নগরে।
স্থানের কারণেই আমাদের ছেড়ে যাওয়া
দূরত্বের কারণেই এই মলিন হওয়া,
ভালোবেসে তোমাকে খুঁজে ফেরা
তোমার এই হ্রদয়ে হৃদয়ে,
তোমার এই অজানা জীবনে।
স্থানের কারণেই তো আমাদেরই বিচ্ছেদ,
দূরত্বের কারণেই হারিয়ে ফেলা,
ভালোবেসে তোমার জন্য রাত্রি জাগা
তোমার এই চোখের হাসিতে,
তোমার এই মনের বিরহে।