প্রকাশনার তারিখ : ০১.০১.২০২১
নিয়ন আলোয় জ্বলছে বাতিটি
নিভো নিভো সেই আলোয়
দেখি তোমাকে
ক্ষীণ তাও বিষদ আঁধারে
একা বসে শেষ বেলাতে
রক্তাক্ত ওই প্রান্তর হতে
ফিরে এসেছি আমি
তোমারই পাশে বসে
স্বাধীনতার সূর্যটির ছোঁয়া নিতে
তবে দিনশেষে প্রতি রাতে
ওই চাঁদটায় হয় আজ আমার সঙ্গী
তারার মাঝে তার লুকোচুরি
যেন মনে পড়িয়ে দেই তোমার কথা
বলেছিলে রবে তুমি
প্রান্ত শেষে দাড়িয়ে
আমার হাত ধরে
তবে প্রান্ত শেষে এই তীরে আজ
একা বসে শেষ বেলাতে
নিঝুম টই আকাশে আজ কাঁদছে
হারিয়ে গেছে সেই চাঁদটাও
তারাটা কেন জানি আর লুকোচুরি খেলে না
স্বাধীনতার সেই সূর্যটাই আজ অম্লান
বহুকাল হয়েছে তবে
প্রান্ত থেকে হেঁটে আজ পরিশ্রান্ত আমি
রক্তাক্ত সেই প্রান্তরে আজ সবুজের খেলা
ফিরে এসেছি আমি
একা বসে শেষ বেলাতে