প্রকাশনার তারিখ : ০১.০১.২০২১
নিস্তব্ধ দাঁড়িয়ে আছ
শেষের অপেক্ষায় প্রতিটি
নিঃশ্বাসের শেষে
প্রতিটি আবেগ আমার
প্রতিটি নিঃশ্বাসে তোমার
ঝড়ে পড়া শীতের পাতার তালে
ঝড়ে পড়ে আমার মনের আবেগ
তোমার চোখের মৃদু ঐ
পানি হয়ে
শিখেছি আমি আজ
নিরন্তরের দিকে তাকিয়ে থেকে
শেষ দেখি আমার তোমার ঐ আবেগের
শেষ দেখি আমি আজ আমার অস্তিত্বের
ভাবছ তুমি বসে একা
করছি আমি কি আমার আত্মার সাথে
ভাবছ দাঁড়িয়ে একা করছি আমি কি
কষ্টে মাখা তোমার হৃদয়ে টি নিয়ে
শিখেছি আমি আজ
নিরন্তরের দিকে তাকিয়ে থেকে
শেষ দেখি আমার তোমার ঐ আবেগের
শেষ দেখি আমি আজ আমার অস্তিত্বের