প্রকাশনার তারিখ : ০১.০১.২০২১
চোখ বন্ধ করিয়া আমি ভাবি তাহার কথা
বৃষ্টি টুপটুপ শব্দে যেন হেটে চলে সে
নূপুর পায়ে তার ঝুমঝুম শব্দ করে
এই যে এক মৃদু শব্দের অনুভূতি
এই যে এক বিস্তর কল্পনা
হেটে যায় সে হলুদ মাঠে
উরে যায় সে হাসি নিয়ে পাখির মতো উড়ন্ত আকাশে
দূরের পথে চোখ মেলে দেখি তাকে
কানে বাজে সেই নূপুরের শব্দ
কানে বাজে সেই তার সেই পুরনো হাসি
যে হাসি সে হেসেছিলো আমার পাশে বসে
তাই ভাবি আজ এই মাঠ প্রান্তরে বসে বর্ষা দিনে বসে
আজ তাই ভাবি এই অন্ধকার দিনের শেষে
মনের অন্তরালে আজও বেজে উঠে সেই মিষ্টি হাসি