প্রকাশের তারিখঃ ০১/০৬/২০২২
মেঘলা দিনে বা ঝড়ের বাতাসে,
আমি শুধু তোমাকে চাই।
কাক ডাকা ভোরে কিংবা তপ্ত দুপুরের রোদে,
আমি শুধু তোমাকে চাই।
খরা মৌসুমে বা বৃস্টির দিনে,
আমি শুধু তোমাকে চাই।
তারা ভরা আকাশের নিচে বা হেমন্তের বিকেলে,
আমি শুধু তোমাকে চাই।
বসন্তের প্রথম দিনে বা মাঘের শেষ বিকেলে,
আমি শুধু তোমাকে চাই।
প্রতিটি সকাল বেলায়,
আমি শুধু তোমাকে চাই।
প্রতিটি আঁধার রাতে,
আমি শুধু তোমাকে চাই।
শুধু তোমাকে চাই,
একটি বারের জন্য হলেও,
আমি শুধু তোমাকে চাই।