প্রকাশের তারিখঃ ০৬/৩০/২০২২
আমার এত কিছু কেমনে মনে রাখো তুমি?
কারণ আমি অমানুষ-
শুধু অমানুষই পারে সবকিছু মনে রাখতে,
শুধু অমানুষই পারে এভাবে ভালোবাসতে।
আমার এত কিছু কেমনে মনে রাখো তুমি?
কারণ আমি অমানুষ-
শুধু অমানুষই পারে বারবার কাটা কাচে হাটতে,
শুধু অমানুষই পারে নিজেকে আগুনে পুঁড়াতে
আমার এত কিছু কেমনে মনে রাখো তুমি?
কারণ আমি অমানুষ-
শুধু অমানুষই পারে জ্বরের মধ্যে তোমার হাথ ধরতে,
শুধু অমানুষই পারে আঁধার রাতে তোমার আলো জ্বালাতে।
আমার এত কিছু কেমনে মনে রাখো তুমি?
কারণ আমি অমানুষ-
শুধু অমানুষই পারে এইসব সহ্য করতে।
শুধু অমানুষই পারে একাকী বেঁচে থাকতে।