প্রকাশের তারিখঃ ২৬ /০৮ /২০২২
শাড়ি পরে এসো কখনো আমার সামনে,
পদ্মফুল এনে দিবো তোমার পূর্বে
আকাশের চাঁদ ও জেগে থাকবে,
দিতে তোমারই চেহারায় রূপের ফুলঝুরি ।
মরেই যাবে এত সুন্দর কবিতা পড়বে যখন,
তাই আমি দিবোনা তোমায় আমার বইয়ে স্থান,
তবে গোপনে আড়ালে, আশেপাশে, পুরো জুড়ে
আমার কবিতার বইয়ের প্রতিটি চরণে।