প্রকাশের তারিখ : ০১/০২/২০২৪
তোমায় নিয়ে কবিতা লিখবো কিভাবে বলো,
শুরু কি হবে তোমার গুনোগান করে
নাকি তোমার প্রশংসা
দু একটা মন্দ কথাও বলা যায়
তবে তা বলি কিভাবে
আমার যে এখনো তোমাকে চেনা বাকি।
তাও কিছু কথা লিখি
হোক সেটা না জানা ,
কিংবা না বুঝা -
কিছু কথা বলি
শুধু তোমারই জন্য বলা কথা ,
তোমারই জন্য লিখা কবিতায়।
তোমায় নিয়ে কি কবিতা লিখবো বলো?
তোমায় নিয়ে কি চরণ সাজাবো বলো ?
তুমি নিজেই তো এক মহাকাব্য
যার প্রথম চরণ ছাড়া পড়িনি আমি কিছুই
তোমায় নিয়ে কবিতা কিভাবে লিখবো বলো?