প্রকাশনার তারিখ : ০১.০১.২০২১
রমণী আজ বহুকাল পরে তোমার সাথে দেখা
কতদিন কেটে গেল, কত সময় পার হয়ে গেল
তবে আজ কেন জানি সব আবার নতুন করে শুরু
শুরু নতুন এক পথচলার, শুরু এক অভিশপ্ত ভালোবাসার।
রমণী তুমি আজ আর নেই সেই তুমি
নেই আর আমাদের সেই খুনসুটি, রাত্রি শেষে সেই মিষ্টি আলাপ
শুধু আছে তোমার ওই ঠোঁঠের মিষ্টি হাসি
আছে শুধু তোমাকে পাওয়ার সেই ক্ষীণ ইচ্ছাটুকু
রমণী আজ রাতে যখন আমি আবার ফিরে যাবো
দিন শেষে লোক লোকালয়ে যখন
আমার এই দেহটি হারিয়ে যাবে
তখন কি মনে রাখবে আমায়
দূর দেশে আমার কথা ভেবে এক
ফোঁটা হাসি কি ফুটবে তোমার ওই কোমল ঠোঁটে
রমণী যদি কোন এক কালে আর যদি নাহয় মিলন
তুমি কি বাসবে আমায় ভালো
নাকি চলে যাবা হাত ধরে কারো
কোন এক অজানা পথে
যে পথ শুধু চেয়েছিল আমাদের
ভেবেছিল স্বপ্নের হাত ধরে
পথ হারাবে এক অবুঝ কিশোর