প্রকাশনার তারিখ : ১৪.১০.২০২১
কোনো একদিন ঐ রূপসা নদীর তীরে
শাড়ির আচল দেখে তোমার, ভালোবেসে ফেলবো
তখন কি তুমি আমাকে জানাবে কেবল
যে তুমি ভালোবাসোনা আমায়, বাসোনি কখনো
কোনোদিন ঐ গোধূলি আচ্ছন্ন আকাশের নিচে
চোখটা দেখে তোমার, বলবো ভালোবাসি
তখন কি আমার কাছ থেকে যাবে চলে
বলবে কখনো থাকতে চাওনা সাথে আমার
কোনো একদিন ঐ রূপসা নদীর বাঁকে
একাকী ভেলা চড়ে হারিয়ে যাবো
নিশ্চুপ নীরবে ভেলা আমার হারাবে
হাঁটবোনা আর, ভালোবাসবোনা আর, কাছে আসবোনা আর।