প্রকাশের তারিখঃ ০৬.৩০.২০২২
নয়ন দুটো তার যেন ধরে রেখেছে আমায়,
বেঁধে রেখেছে মোর দুটি হাত।
হঠাৎ করে কেঁপে ওঠে যখন তার ঠোঁট,
কি অকুল মায়ায় কেঁদে ওঠে এই মন!
সিক্ত মমতায় তার দু'হাত আর প্রাণ,
কেশ কালো তার যেন বয়ে আনে দখিনা ঘ্রাণ!
আবেগ ভরা হৃদয়ে যখন দেখি তাকে,
ভয়ে ভয়ে মন বলে উঠে-
এই নয়তো শুরু, নয়তো শেষ।
যতবার দেখি তার রূপবতী তন্নী
ততবার চোখ ফিরে চায় আকাশের পানে।
নীল আকাশের সহস্র তারার মাঝে
দেখিয়েছে যেন আমি তাকে আবেগী বেশে!