প্রকাশের তারিখ : ২৫.১১.২০২১
যদি কোনো দূর নগরে হয় তোমার সাথে দেখা
শুধু কি চেয়ে দেখবে আমায়,
নাকি কাছে এসে পাশে বসে
বলবে তোমার নিদারুণ জীবনের কথা।
যদি কথা হয় তোমার আমার
তুমি কি বলবে তোমার জীবনের সাদা পৃষ্ঠার সংলাপ
নাকি খুঁজে আনবে সেই গল্পগুলো ,
যেগুলি চুপটি করে গুছিয়ে রেখেছিলে
কোনো একদিন পাশে বসে আমার শুনাবে বলে।
গল্পগুলোর মাঝে যখন হারাবো আমরা
না বলা কথাগুলো কি আড়াল থেকে উঁকি দিবে
গুনগুন করে বলবে সেইসব দিনের কথা,
যেগুলো হতে পারতো মধুর আলাপের বা একটু খুনসুটির
শুধু কথা হয়নি আগে,শুধু দেখা হয়নি আগে।