প্রকাশের তারিখ: ০৯.০২.২০২২
যদি আর ফেরা না হয় ঘরে,
যদি না পারি ফিরতে আর ভুবনে,
আমার স্মৃতিচিহ্ন গুলো মুছে দিও না,
আমার অস্তিত্ব বিলীন করো না।
যদি আর ফেরা না হয় ঘরে,
যদি আর না পারিনফিরিতে তোমাদের মাঝে,
আমার লিখা গুলোকে হারাতে দিও না,
আমার বলা কথাগুলো ভুলে যেও না।
যদি আর ফেরা না হয় ঘরে,
যদি আর না পারি ফিরতে সবুজ ঘাসে,
আমার মতো করে কি তোমায় দেখবে কেউ?
আমার মতো করে কি তোমায় বুঝবে কেউ?
যদি আর ফেরা না হয় ঘরে,
যদি আর না পারি ফিরিতে এই ভুবনে,
আকাশ তারারা কি মনে রাখবে আমায়?
নাকি দূর অন্ধকারেও খুঁজে পাবো না আমায়?