প্রকাশের তারিখ : ২৮.১০.২০২১
যদি আমি পারিতাম
তবে তোমাকে বাধিয়া রাখিতাম
যদি আমি পারিতাম ,
তবে সারা বেলা তোমার ছবি আকিতাম
যদি আমি পারিতাম
এক অমর কাব্য লিখিতাম |
যদি এমন হইতো
তবে তা এক স্বপ্ন হইতো,
যদি স্বপ্ন হইতো
তবে হয়তো জীবন সুন্দর হইতো |
যদি জীবন সুন্দর হইতো
তবে তা কি আর বাস্তব হইতো,
যদি তা বাস্তব হইতো
তবে বাস্তবতাও এক স্বপ্ন হইতো |