প্রকাশের তারিখ : ৩০.১১.২০২১
যখন তুমি হয়ে যাবে অপরের,
এভাবে রাখবে কি খবর আমার
জানতে চাইবে কি ,
কোথায় আছি কেমন আছি
আদৌ বেঁচে আছি নাকি,
মুক্ত বিহঙ্গের মতো দূর আকাশে পাখা মেলেছি |
যখন তুমি হয়ে যাবে অপরের,
এভাবে রাখবে কি খবর আমার
নাকি ধূলো জমবে আমাদের সম্পর্কে ,
কোনো পুরনো বইয়ের মলাটের মতো
ঘরের কোনায় থাকা,
কোনো ফার্নিচারের ন্যায়
ঘুণে খাবে আমাদের স্মৃতিগুলো |