প্রকাশনার তারিখ : ২০.০৩.২০২১
বিমর্ষ এই প্রেম কি তুমি জানো
মনের অন্তরালে মিশে যায় শরীরের সাথে
বিষন্ন পথহারা রক্তাক্ত এ মন কেন
খুঁজে বেড়ায় তোমাকে ধূসর মরুভূমিতে
কেঁদে উঠে বারবার আহাজারি ও হতাশায়
তিক্ততায় কি এক অবোধ হাসি তার
শুধুই ইচ্ছা শুধুই একখানা ভরা বলয়
আগুনে পুড়ছে মন শুধুই বিষাদের ভার
কতকাল কতজন হেঁটেছে এ পথ দিয়ে
নতুনকে বরণ করে মিষ্টি মুখে
শুধু বিষাদের গল্পগুলো আজ রয়ে গেছে
হেঁটে চলি নতুন পথে মিষ্টি মুখে