প্রকাশের তারিখঃ ০৬/৩০/২০২২
জন্মেছি আমি মরীচিকার ন্যায়,
হঠাৎ শেষ হয়ে যাবে এই ক্ষনিকের ব্যাপ্তি.
থেকে যাবে শুধু কর্ম নিজের,
তাই হবে পরিচয়, তাই হবে নিয়তি,
জীবনের সকল কর্ম, যদি না থাকে তাদের অর্থ?
তবে বুঝবো কিভাবে এই জীবনের মুল্য?