প্রকাশের তারিখ: ২৯.০১.২০২২
পাখির শব্দ যখন ধরে উঠছিল মোর চারিপাশ,
হঠাৎ পাশ ফিরে দেখি তুমি জেগে আছো,
মায়াভরা চোখ দিয়ে তাকিয়ে আছো,
সেই চোখের মধ্যেই যেনো ডুবে যাই আমি।
তোমার নয়নে যখনই রাখি নয়ন,
মনে হয় যেনো স্মৃতির সাগরে ভেসে বেড়াই আমি,
মনে হয় এখনই নিয়ে যাবে আমায়,
সেই গাছের নিচে যেখানে আমাদের দেখা হয়েছিল।
নাকি নিয়ে যাবে ফের আমায়,
এই শহরের অট্টালিকার ভিরে সবুজ ভূমিতে,
চায়ের কাপে চুমুক দিয়ে বলবে আবার,
না বলা তোমার কত শত গল্প।
ঠিক তখনই সূর্যের প্রথম রশ্মি এসে পড়ে আমার চোখে,
পাখিরা দূরে উড়ে যায় নিজ আহারের খোঁজে,
আমি ফের পাশে ফিরে তাকাই তোমার মিষ্টি মুখে,
তবে দেখি তুমি নেই পাশে, রয়েছো শুধু মোর হৃদমাঝারে।