প্রকাশের তারিখ: ৩০/০৩/২০২২
মুয়াজ্জিনের আজান আর এভাবে শুনা হবেনা,
সামিল হওয়া হবেনা একসাথে জামাতে,
মুখ দিয়ে হয়তো নেয়া হবেনা তোমার নাম,
জীবন যে আজ ফুরিয়ে আসছে, ফিরছি যে আমি তোমার নিকট।
মুয়াজ্জিন আজান শুনবো ঠিক,
অন্যভাবে অন্য জায়গা থেকে,
আশে পাশে থাকবে মাটির দেয়াল,
আর হ্রদয়ে থাকবে তোমার রাসুলের প্রতি ভালোবাসা।
মুয়াজ্জিনের আজান ফির শুনবো যখন,
তোমার সামনে দাড়ানোর সাহস কি আদো হবে,
যদি না মুছে দাও আমার সকল পাপ,
যেমনে আমি মুছে দিয়েছিলাম আমার ইমান খনিকের লোভে।