প্রকাশনার তারিখ : ০১.০১.২০২১
আকাশে আজ ঠাণ্ডা, নীল রঙটার ফুটে উঠেছে
চারিদিকে পাখি ডাকছে নেই কোন যানবাহনের শব্দ
মিত্র বসে বসে ভাবছে দশ দিন চালু না করাতে কি তার তার গাড়িটি কি ঘুমিয়ে পড়বে কিনা
ঠিক তখনো রান্নাঘর থেকে কড়া গন্ধ আসতে লাগলো, গন্ধটা দুধ ফুটানোর এবং তা মিষ্টি
চা খেতে আয় মা ডাকলো মিত্রকে
চাতে চুমুক দিয়ে সে চোখ বন্ধ করতে যাচ্ছিল ঠিক তখনি মোবাইল এর হর্ন বেজে উঠলো
রাস্তাঘাটে গাড়ি নেই আজকাল সকালে
বাসায় তার কারনে হর্ন সব বাসায় বাজে, তবে এখন কন্সটেবল সাহেব ছুটিতে থাকায় এই হর্ন থামানোর কেও নেই।