প্রকাশনার তারিখ : ১২.০৮.২০২১
মৃত্যুর স্বাদ কি সবাই পায় বলো
মৃত্যুকে ভয় করিয়া বা কি লাভ
আলিঙ্গন সে যে করবে মোদের সকলকে
কাল শেষে সবই যাবে মাটিতে মিশিয়া
তবে ক্ষণকাল আমি বাঁচিয়া থাকিতে চাই
দেখিতে চাই এই সুন্দর পৃথিবীর মায়া
আর কি কখনো শুনবো কোকিলের ডাক
নাকি ভোরবেলা সেই আজানের মধুর ধ্বনি