প্রকাশের তারিখঃ ৪/২৮/২০২২
ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করো না,
ভালোবাসাকে আলিংগন কর,
ভালোবাসাকে জড়িয়ে ধর।
ভালোবাসার খোজ করো না
ভালোবাসাকে হারাতে দিয়ো না,
ভালোবাসাকে দূরে যেতে দিয়ো না,
ভালোবাসাকে শেষ হতে দিয়ো না।
নিশেষ হয়ে যাওয়া ভালোবাসাকে জাগিয়ে তুলো
হারিয়ে যাওয়া ভালোবাসাগুলো খুজে ফেরো,
হ্রদয়ে থাকা সকল ভালোবাসা কে মুক্ত করো
আটকে থাকা ভালোবাসা কে উজাড় করো।