প্রকাশের তারিখ : ২৮.০১.২০২২
১০০ দিবস কেটে গেলো,
তোমার চিঠি আজও আছে
ব্যাগের মধ্য পকেটে,
যত্নে রাখা, আগলে রাখা।
সময় যদি হয় তোমার
একটু করে পড়ে নিও;
শব্দগুলো আবার ছুঁয়ে নিও,
কথাগুলো ফের মনে করো।
সুযোগ যদি হয় তোমার,
আবার একটু আমায় ভালোবেসো।
আবার একটু জড়িয়ে ধরো
আবার একটু আমায় ভালোবেসো।