প্রকাশের তারিখ : ২৭.১০.২০২১
তোমাকে আজও ভুলতে পারিনা বলে
তোমার গলিতে ঘুরেফিরি প্রতিনিয়ত
রেখে আসি আমার লেখা চিঠি
রেখে আসি এক টুকরো নিজেকেও |
তোমাকে আজও ভুলতে পারিনা বলে
রক্তক্ষরণ হয় মোর হৃদয়ে প্রতিরাত
মুখ আমার ম্লান হয়ে আসে
নয়নে ভেসে ওঠে দুঃখের অশ্রু |
তোমাকে আজও ভুলতে পারিনা বলে
তোমার লেখা চিঠি পড়ি বারবার
শব্দগুলো যেনো বারবার আকুতি জানায়
যেনো ভুলে যাই তোমাকে চিরতরে |
তাও তোমাকে ভুলতে পারিনা আজও
তোমার গলিতে ঘুরেফিরে প্রতিনিয়ত
আমার শুরু তোমার হাত ধরে
আমার শেষ হউক তোমার গলিতে |