প্রকাশের তারিখ : ২৪.১০.২০২১
তবুও বিসর্জন দিতে হয়
নিজেকে নতুন করে খুঁজতে
অতীত বিসর্জন দিতে হয়
সামনে এগিয়ে যেতে গিয়ে
পিছনের স্মৃতি ভুলতে হয়
তবুও বিসর্জন দিতে হয়
আগলে রাখা করে মুহূর্তে
একসাথে বেড়ে ওঠা
একসাথে স্কুলে যাওয়া
তবুও বিসর্জন দিতে হয়
নিজেকে, নিজের পরিচয়কে
ধর্মের কাঁটাতারে বন্দী
ধর্মের নিয়মে আবদ্ধ হৃদয়
তবুও বিসর্জন দিতে হয়
মনের মধ্যেকার ক্রোধ হিংসা
মন্দিরের ঘন্টা, মসজিদের তাবিজ
মুয়াজ্জিনের সূরা, ব্রাহ্মণের বাণী
তবুও বিসর্জন দিতে হয়
তাও পারিনা ভুলিতে ভেদাভেদ
আজকে কোলাকুলি কালকে হানাহানি
দিন শেষে সবই নষ্ট
তবুও বিসর্জন দিতে হয়
কবির কবিতায় সবাই এক
স্রষ্টার পৃথিবীতে সবাই মন
রক্তের রঙে সবাই লাল
তবুও বিসর্জন দিতে হয়
শুধু প্রতিমাই বিসর্জিত হয়
হয়না বিসর্জন নিজের মধ্যেকার পশুর
হানাহানি, খুনাখুনি, আহাজারি
তবুও বিসর্জন দিতে হয়
অশ্রু আর রক্তে মিশে যাওয়া নদীতে
নিজেকেই বিসর্জন দিতে হয়