প্রকাশের তারিখঃ ০১/০৬/২০২২
মেঘ জমেছে ফের তোমার মনের উঠোনে,
বৃষ্টি নামুক ফের তোমার শীতল হৃদয়ে.
গোধূলি বেলায় ফের দেখা হবে বলে।
অপেক্ষায় রয়েছি তোমার হ্রদয়ের তরে।
সবুজ মাঠ আবার সোনালি হয়ে উঠবে,
কোকিলের ডাক আবার শোনা যাবে বসন্তে।
আঁধার বেলা শেষে ফের সুদিন আসবে,
তোমাকে ভালোবেসে আমার মুখে হাসি ফুটবে।