প্রকাশের তারিখ: ২৫.০১.২০২২
ধীরে ধীরে এগিয়ে আসছে
মুখ ফেরালেই দেখা যায়,
এতো কাছে কবে এলো?
কেউ বুঝলোনা, কেউ জানলোনা।
অন্ধকারে ঘিরে ধরেছে পৃথিবী
শ্বাস হছে দীর্ঘ, ভারী;
বন্ধ হচ্ছে সকলের চোখ,
হারিয়ে যাচ্ছে তাদের স্মৃতি।
মৃত্যু আজ এসে পৌঁছেছে,
সকল মানুষের হৃদয়ের মাঝে।
গ্রাস করে নিবে আমাদের,
হিসাব মিটবে পাপের-পুণ্যের।