প্রকাশের তারিখ : ০৩.১২.২০২১
বিধ্বস্ত হয়েছি আমি
প্রতি অমাবস্যার রাতে
বিলাপ করেছি আমি,
প্রতি পূর্ণিমার রাতে
নীলিমা লাল রঞ্জিত হয়েছে
আমার হৃদয়ের রক্তক্ষরণে |
পুরনো স্থান গুলো সব
কেদেছে স্মৃতির আয়নায়
রেখে আসা পথচিহ্নরা,
হারিয়েছে দুঃখের আত্মবিলাপে
নিমেষেই মানুষ গুলো সকল
বনে যায় স্মৃতির প্রেতাত্মা |