প্রকাশনার তারিখ : ০১.০১.২০২১
এভাবে রেখে যেয়োনা আমাকে
বড়ই একলা লাগে আমার
এভাবে ছেড়ে যেয়োনা আমাকে
বড় আকাশের নিচে একা বসে আছি আজ
চিরদিন মনে রাখবো তোমায়
ডানা মেলে হয়েছিলে এক পাখির মতো
চিরদিন ভালোবাসবো তোমায়
দিন বা রাতে প্রতিটা স্বপ্নে প্রতিটা নিঃশ্বাসে
আজও বসে গেয়ে যাই সেই গান
শেষ না হওয়া সেই আবেগগুলো
আজও নিরালায় সেই একতারা বাজে
যা বেজেছিল সেই পূর্ণিমাতে
তুমি এসেছিলে বলে
সৃষ্টি হয়েছিল এই সুরের
তুমি এসেছিলে বলে
শান্ত এই মনে ফুটেছিল বসন্তের লাল ফুল