প্রকাশের তারিখ : ২৪/০১/২০২৪
এখন তো তোমার আগের মত কবিতা হয়না
এই যে বসলাম লিখতে
বছরের প্রথম কিছু শব্দ
বছরের প্রথম কিছু অনুভুতি।
তাও আগের মত হইনা,
আগের মত নেই আর মস্তিস্কে সস্তি,
ছন্নছারা হয়ে গেছি এই আমি,
হঠাৎ করে আগের মত হয়না,
তোমার সাথে কথা চুপিচুপি।
তবে লিখবো তোমায় নিয়ে ভাবছি,
এই বছর একটু আদতু করে,
ফির ডুববো আবার সাগরে ভাবছি,
একটু আদতু ইচ্ছা হয়,
ফির নিজেকে নতুন করে গড়তে।