প্রকাশের তারিখঃ ০৭/০৩/২০২২
আচ্ছা, বন্ধু!
আজ রাতে চুপটি করে
একটা চিঠি লেখ,
লেখ তোমার মন দিয়ে,
মনের ভালোবাসা দিয়ে।
মে মাসের বাইশ তারিখ
যেদিন আসবে গনগনিয়ে,
সেদিন কি হাতটা ধরবে আমার?
নাকি রেখে যাবে আমায় শ্মশান ঘাটে?
মিষ্টি কথা বলছিনা বন্ধু,
না করছি থাকার শপথ।
তবে দিনের শুরুতে ও দিনের শেষে,
তোমার মুখে একটুখানি হাসি ফুটাব বটে!
হ্যাঁ, ঠিক বুঝেছ!
তোমার প্রতি আমার আবেগ চিরকালের।
কমেনি কখনো, বাড়েনি আজও,
রয়েছে তা স্থির হয়ে
তোমার ওই মিষ্টি চোখের মতো।
ওই দুই চোখেতে তোমার,
জল এনোনা কখনো তবে!
বড্ড কষ্ট লাগে আমার,
নয়ন জোড়া তোমার যদি ভিজে উঠে!
তাই বন্ধু, বলছি আবারো,
বাইশ যখন আবার গনগনিয়ে,
হাতটা আবার ধরো আমার,
কাঁধে রেখো তোমার মাথাটি।
একটুকু ভালোবাসা দিও আমায়,
একটুকু হাসি ফুটাতে চাই বলে।