প্রকাশের তারিখঃ ২২/০১/২০২৪
সব প্রেমের চিঠি ফিরে পাক
তাদের গন্তব্য,
তারা ফিরে পাক-
তাদের অপেক্ষায় থাকা পাঠকের,
পাঠক ফিরে পাক,
তার মুখের সেই চিমটি হাসি,
ফিরে পাক তার যৌবনের প্রেমের ইচ্ছাটুকু,
প্রেমিক ফিরে পাক,
চিঠি লিখার তিব্র আবেগ,
চিঠির আদান প্রদান এ ভরে উঠুক এই ঘুমন্ত শহর।
সব প্রেম ফিরে পাক,
হারিয়ে যাওয়া প্রেমিকজুগলকে।
সব সূর্যাস্ত ফিরে পাক,
তাকে দেখে করা প্রতিশ্রুতিগুলো।
সব সাগর ফিরে পাক,
তার পারে হারানো প্রেমিকদের পথ চিহ্নগুলো।
আর হইত তারিই কোন মাঝে,
আমি ফিরে পাবো তোমাকে,
যেমনে করে প্রতি দিনের শেষে
ভালোবাসার মানুষগুলো ফিরে পায় তাদের ভালোবাসাকে।