প্রকাশের তারিখঃ ২৬ /০৮ /২০২২
চিরকাল ধরে চেয়ে আছি আমি
কোনো নিশি রাতের আকাশের পানে,
পাখনা মেলে উড়ে যায় কত রাখির পাখি,
স্থির হয়ে বসে থাকা আমি-
চাঁদ তারার দিকে তাকিয়ে তোমারই স্মরণে ।
হদিস পাইনি কোনো আর
তোমার লিখে যাওয়া চিঠি গুলোর
বাতাসে আর কখনো পাইনি ঢের
তোমার মিষ্টি হাসির সুবাস।
সবুজ বনে গহীন কোণে,
কখনো ফের দেখা হবে মোদের,
দুর্বল ক্লান্ত শরীর যরা মোর,
জীবন্ত হবে,
অন্ধকার রাতে তোমার কেঁশের ঘ্রাণে।