প্রকাশের তারিখঃ ২২/০৭/২০২২
প্রতি রাতেই আসো তুমি আমার উঠোনের কোণে,
ভেবে বেড়াই কেনো দেখি তোমায় নিয়ে স্বপ্ন,
ঘুম ভাঙলেই হয়ে যায় আরেক দুঃস্বপ্ন।
সাগর পারে নিশির ডাক শুনেনা আর কেও,
সবাই মগ্ন মুঠোফোন হাতে,
করছে আলাপ প্রিয়র সাথে,
কে শুনিবে এই মধ্যরাতের বিলাপ আমার?
কে বুঝিবে এই মধ্যরাতের দুঃখ আমার?
প্রিয়র সাথে মিলনের অপেক্ষা থেকে যায়,
রসিক বলে-
মিলন তো হয় প্রতি পুতুল নাচের শেষে,
আমি বলি-
কে নাচিবে আমার সাথে এই ভরা বর্ষায়।
অন্ধকারে প্রিয়র গলিতে হারিয়ে বেড়াই আমি,
চাঁদমামা করুণা করে পাঠায় জোনাক পোকা
জোছনা রাতে ছড়ায় আলো ছোটো জোনাক পোকা,
তবে-
কে ধরিবে মশাল আলো নয়ন পানে মোর,
কে দেখাবে মানব ভালবাসা হৃদয় মন্দিরে মোর।