প্রকাশের তারিখ : ২৪.১০.২০২১
প্রিয়তমা
শুধু কি শব্দ দিয়ে
সব কথা বলা যায়?
ভালোবাসা যায়?
প্রিয়তমা
একাকী বসে নির্ঘুম রাত কাটিয়ে
কারো কি কাছে আসা যায়
নাকি পাশে এসে চুপটি করে
মনের কথা বলা যায়
প্রিয়তমা
শুধু তোমার চোখের দিকে তাকিয়ে
নিজের ভুলগুলি কেনো বোঝা যায়
শুধু তোমার কথা শুনে কেনো প্রতিবার
নিজেকে বদলে ফেলা যায়
প্রিয়তমা
ভালোবেসেও কেনো হারিয়ে ফেলি
তোমার সঙ্গ কি বেঁধে রাখা যায়
তোমার জীবনের স্মৃতিগুলোকে
আমার মনের ক্যানভাসে স্থান দেয়া যায়
প্রিয়তমা
আবার একবারের জন্য হলেও কি
তোমার হাত দুটি ধরা যায়
একটি বার তোমার চোখের দিকে তাকিয়ে
তোমায় কি আবার আলিঙ্গন করা যায়
প্রিয়তমা
এভাবে কি ভালোবাসা হয়
কষ্ট পেয়েও কেনো আবেগ বেড়ে যায়
দূরে থেকেও কেনো বারবার
তোমার কাছে আমার চিঠি পৌঁছে যায়
প্রিয়তমা
এভাবে কি ভালোবাসা হয়
কষ্ট পেয়েও কেনো আবেগ বেড়ে যায়