প্রকাশের তারিখঃ ২০/০১ /২০২৩
মেঘ আর কতই কথা বলবে তোমার
ভালবাসতে তো সবাই পারে
কিন্তু ভালো রাখতে কয়জনই বা পারে ।
হতাশা আর আমার প্রিয় সম্পর্ক
কখনো হয়না, কখনো ভুলিনা তাকে
যতদূরেই চলি এই দুঃখ থেকে
ততই যেনো প্রিয় এসে জড়িয়ে ধরে আমায়।
তোমার মনটা দাও আমার তরে,
তোমার মনের সুরে সাজাবো আমি কবিতার লাইন।
তোমার দেহটা দাও আমার তরে,
তোমার দেহতে তৈরি করবো মোর রঙের ক্যানভাস।
চাইলেই তোমাকে ভুলে যেতে পারি,
কিন্তু ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার যে আনন্দ,
নিজেকে কষ্ট দেয়াতে যে অন্তর্নিহিত সুখ,
সে আর কোথায় পাবো বলো?
যদি কেও এসিড ছুড়ে মুখে,
এই মুখোশ টা কি খুলে পরবে?
নাকি আরো শক্ত হয়ে ল্যাপটে যাবে,
তোমার কলুষিত চেহারায়?
১৩০০ ঘন্টা পর আবার দেখা হবে
তোমার চরণে আবার মাথা রেখে বলবো আমি এসেছি মা কাছে টেনে নাও
এসেছি মা হৃদয়ে স্থান দাও ।