প্রকাশের তারিখ : ৩০.১০.২০২১
কতকাল দেখিনা আমি তোমায়
হাঁটি না তোমার সবুজ পথে ,
সকালের পবিত্র বাতাস কতকাল
আমার গায়ে এসে লাগেনা |
পাখির শব্দ শুনি নাই কতকাল
প্রিয় মুখগুলো যে দেখিনা,
পরিচিত পথ, পরিচিত রাস্তায়
কতকাল পড়েনা আমার চরণ |
তাই দূর দেশে বসে
ভাবি শুধু তোমার কথা
মনে পড়ে কত স্মৃতি ,
আমার প্রিয় শহর
কেমন আছো তুমি?