প্রকাশের তারিখঃ ৩/০৩/২০২৩
আমি খুঁজছি প্রেম বহুকাল ধরে
কখনো শীতের শুরুতে বা হেমন্তের বিকেলে
তাও আমি পাইনি প্রেম কে কাছে পেতে কখনো
তাই আজ লিখছি এই কবিতা প্রেম কে হারানোর।
কতো লাইব্রেরি কতো মিউজিয়াম জুড়ে খুঁজেছি
কতো উপাসনালয়, মন্দির, মসজিদে ধরনা দিয়েছি
তাও আমি পাইনি প্রেম তোমাকে খুঁজে পেতে
তাই আজ ধরনা দিচ্ছি এই কবিতার লাইনে।
কেও পেয়েছে প্রেম টিএসসি এর বৃষ্টি ভেজা ঘাসে
কেও বা উদ্যানের সন্ধ্যা বেলায় ছাদের নিচে,
কেও বা ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে
তাও আমি পাইনি প্রেম তোমাকে খুঁজে পেতে
কারণ প্রেম আমি হতে পারিনি তোমার পূজারী।
তাও প্রেম তোমাকে একদিন খুঁজে পাবো,
তোমায় নিয়ে একদিন অনেক কবিতা লিখবো
শাড়ি পরা তোমায় দেখে আমি ফের মাতাল হবো
তাও একদিন প্রেম তোমায় খুঁজে পাবো।