প্রকাশের তারিখঃ ২০/০৭/২০২২
প্রেম ছাড়া বাঁচবে কি করে
ভোরের পাখির ডাক শুনবে কি করে
আকাশের গর্জন বুঝবে কি করে
নতুন দিনের শুরু করবে কি করে
প্রেম ছাড়া বাঁচবে কি করে
নিশিরাতে জোছনার ডাক শুনবে কি করে
আকাশ ভরা তারা দেখবে কি করে
মিছিলের জয়ধ্বনি দিবে কি করে
প্রেম ছাড়া বাঁচবে কি করে
ঝিঁঝিঁপোকার ডাক শুনবে কি করে
মানুষের সাথে থাকবে কি করে
অসহায়ত্বের বিলাপ বুঝবে কি করে
প্রেম ছাড়া বাঁচবে কি করে
আষাঢ় বৃষ্টিতে ভিজবে কি করে
বসন্তে কোকিলের ডাক শুনবে কি করে
শীতের কুয়াশায় হারাবে কি করে
প্রেম ছাড়া বাঁচবে কি করে
মায়ের মমতা বুঝবে কি করে
বাবার সম্মান রাখবে কি করে
স্ত্রির ভালোবাসা বুঝবে কি করে
প্রেম ছাড়া বাঁচবে কি করে
হাসির আনন্দ নিবে কি করে
দুঃখের কান্না লুকাবে কি করে
কষ্টের কথা বলবে কি করে
প্রেম ছাড়া বাঁচবে কি করে